ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে মাটির ঘর ধসে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬, ৪ সেপ্টেম্বর ২০১৮

কক্সবাজারের পেকুয়া উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে শের আলী (৩) ও ইয়াসিন আলী (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাদের মা।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শের আলী ও ইয়াসিন আলী ওই এলাকার পুতন আলীর ছেলে। মা আলমাস খাতুনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউএনও মাহামুদুল করিম জানান, সোমবার রাতে খাওয়ার পর দুই ভাই ও মা আলমাস খাতুন তৈরি ঘরে ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘরের মাটির দেয়াল ধসে তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই শের আলীর মৃত্যু হয়। মা ও ভাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছোট ভাই ইয়াসিনের মৃত্যু হয়।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি