ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে জমি বিরোধের জেরে নিহত ১ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলী আকবর।  

শুক্রবার দুপুরে রায়পুর উপজেলার চর বংশী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী আকবর চরবংশী গ্রামের মৃত আসাদ উল্যার ছেলে।  

নিহতের ছেলে তৌহিদ ইসলাম বলেন, পাশ্ববর্তী নুরু মিয়ার সাথে তাদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সকালে নুরু মিয়াসহ তার ছেলে জসিম, তৌহির ও জুয়েল ওই জমি থেকে ডাব পাড়তে গেলে আলী আকবর বাধা দেয়। এসময় বাক বিতন্ডার এক পর্যায়ে আলী আকবরকে কুপিয়ে গুরুত্বর আহত করে তারা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতিতে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসি  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি