ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

টেকনাফে বিজিবি’র অভিযানে ৯ লাখ পিছ ইয়াবা উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩১, ৮ সেপ্টেম্বর ২০১৮

কক্সবাজারের আড়িয়াখাল সীমান্ত দিয়ে পাচারকালে ইয়াবার একটি বড় চালান আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বাংলাদেশে প্রবেশ করার পর ইয়াবা পাচারকারীদের কাছ থেকে প্রায় ৯ লাখ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।

গোপন সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী এর নেতৃত্বে নাজিরপাড়া বিওপির একটি বিশেষ টহলদল এই চালান উদ্ধার করতে সক্ষম হয়।

গত রাত আনুমানিক ৪ টার দিকে ২০/২৫ জন লোককে ০৮টি বস্তা মাথায় করে খাল পার হয়ে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। টহলদলের উপস্থিতি লক্ষ করা মাত্রই ইয়াবা পাচারকারীরা দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদের পিছু ধাওয়া করে।

একপর্যায়ে ইয়াবা পাচারকারীরা তাদের মাথায় থাকা বস্তাগুলো ফেলে রেখে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।অতঃপর পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া ০৮টি বস্তা হতে ২৪ কোটি) টাকা মূল্যমানের ৯ লাখ পিছ ইয়াবা  ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

এছাড়াও সাবরাং বিওপির নাঃ সুবেঃ মো. মোক্তার হোসেন এর নেতৃত্বে অপর একটি টহল হাড়িয়াখালী লবন মাঠ এলাকা হতে ৪ টায় ৩ কোটি টাকা মূল্যমানের ১ লাখ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

কেআই/ এমজে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি