ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে কভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২২, ১২ সেপ্টেম্বর ২০১৮

কক্সবাজারে কভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরে আলম জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।  

এসআই আলম বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারমুখী মালবাহী কভার্ড ভ্যানটি পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি ভেঙেচুরে গেলে ঘটনাস্থলেই এর তিন যাত্রী নিহত হন।

এছাড়া দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। আর লাশ চিরিঙ্গা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

এসি    

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি