ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোবাইল ফোন চার্জ : প্রাণ হারালো যুবক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬, ১৪ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১০:২৭, ১৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পাবনায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন মধু হোসেন (২৬) নামে এক যুবক। মধু হোসেন পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন এবং ওই গ্রামের আবদুল মোমিনের ছেলে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর মসজিদপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্বজনরা জানান, রাতে শোবার ঘরে ঘুমাতে যাওয়ার আগে মোবাইলে চার্জ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে বিছানা থেকে মাটিতে ছিটকে পড়েন মধু। পরে পরিবারের লোকজন তার গোঙানীর শব্দ পেয়ে ঘরে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মধু হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পপি রানী কুন্ডু বলেন, বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মধু হোসেন নামের ওই যুবকের মৃত্যু হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি