ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ১৪ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১০:২৬, ১৪ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে পুলিশ উপজেলার পূর্বাচল উপশহরের তিনশ` ফিট সড়কের ১১ নম্বর ব্রিজের কাছ থেকে লাশগুলো উদ্ধার করে। তবে নিহতদের পরিচয় জানাতে পারিনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। তাদের একজনের গায়ে সাদা-লাল টিশার্ট, একজনের গায়ে ধুসর শার্ট এবং অপরজনের গায়ে নীল রংয়ের শার্ট রয়েছে। তবে স্থানীয় কেউ বা পুলিশ তাদের হত্যার কারণ জানাতে পারেনি। তবে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।

পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আর লাশের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তদন্ত শুরু হয়েছে।

একে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি