ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

রংপুরে বাস উল্টে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ১৪ সেপ্টেম্বর ২০১৮

রংপুরে একটি বাসের ধাক্কা খেয়ে আরেকটি বাস উল্টে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ১৫ জনের মধ্যে ১০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রংপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর বলেন, রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে যাত্রী নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে এম কে পরিবহন বাসের চালক চার রাস্তার মোড়ে বাসটি ঘুরিয়ে মহাসড়কে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় বাসটার্মিনাল থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী মায়ের আশীর্বাদ বাসের চালক ধাক্কা দিলে এ ম কে পরিবহণের বাসটি উল্টে এক নারীসহ দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এম কে পরিবহণ বাসচালকের সহকারী মারা যায়। দুর্ঘটনাকবলিত বাস দুটি পুলিশ হেফাজতে আছে বলে জানান পুলিশ সুপার অতিরিক্ত।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি