ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৩, ১৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাগেরহাটে ইট বোঝাই ট্রাক থেকে ১৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে খুলনা বাগেরহাট মহাসড়কের ফুলবাড়ি বেইলী ব্রিজ সংলগ্ন বিকল্প সড়ক থেকে এদের আটক করা হয়। এ সময় ইট বোঝাই ট্রাকটি জব্দ করে পুলিশ।

আটকৃতরা হলেন- জেলার ফকিরহাট উপজেলার বেতাগী ইউনিয়নের চাকরি গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ট্রাক চালক কামাল শেখ ওরফে ভাইরাস কামাল (৪৬) এবং সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার গাব্বাখালী গ্রামের মোশারেফ হোসেনের ছেলে আব্দুল জলিল শেখ (২৭)।         

বাগেরহাট মেডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, ‘একটি ইট বোঝাই ট্রাকে ফেনসিডিল পাচার হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটিকে জব্দ করা হয়। পরে ট্রাকের ইট সরিয়ে ১৯৮ বোতল ফেনসিডিলসহ ট্রাকের চালকসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি