ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশের প্রথম ওয়াই আকৃতির সেতু উদ্বোধন আজ(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪০, ১৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৯:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দেশের প্রথম ওয়াই আকৃতির সেতু খুলে দেয়া হচ্ছে আজ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর নাম রাখা হয়েছে ‘শেখ হাসিনা তিতাস সেতু’। এছাড়া রংপুর দ্বিতীয় তিস্তা সেতুও খুলে দেবেন প্রধানমন্ত্রী।

অবশেষে অবসান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে কুমিল্লার মুরাদনগর ও হোমনা যাতায়াতের দুর্ভোগ। তিতাসের ওপর ৯৯ কোটি ৮৬ লাখ টাকায় নির্মিত হয়েছে ৭৭১ মিটার দৈর্ঘ্য ও ৮.১০ মিটার প্রস্থের সেতু। আর কিছুক্ষণ পরই এটি খুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এটি চালু হলে উপকৃত হবে বাঞ্ছারামপুর, হোমনা ও মুরাদনগরের অন্তত পাঁচ লাখ মানুষ।

এছাড়া ১৩১ কোটি টাকায় নির্মিত সাড়ে ৮ শ মিটার দৈর্ঘের রংপুর দ্বিতীয় তিস্তা সেতুরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর ফলে রংপুর থেকে লালমনিরহাটের দূরত্ব কমবে প্রায় ৪০ কিলোমিটার।

এদিকে, ৬টি থানা নিয়ে রংপুর এবং ৮টি থানা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রমও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি