ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৩, ১৮ সেপ্টেম্বর ২০১৮

কক্সবাজারের উখিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবদুস সামাদ (২৭) ও মোহাম্মদ আবু হানিফ (৩০) নামে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ভোরে উপজেলার মরিচ্যা বাজার চেকপোস্ট এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা ও দেশি-বিদেশি কয়েকটি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। এছাড়া জব্দ করা হয়েছে একটি ট্রাকও।

মেহেদী হাসান জানান, মঙ্গলবার ভোরে মালবাহী ট্রাকে করে ইয়াবার বিশাল চালান আসছে- এমন খবর পেয়ে ভোরে মরিচ্যা চেকপোস্ট এলাকায় তল্লাশি চালায় র‌্যাব। এ সময় কক্সবাজারমুখী একটি মালবাহী ট্রাক থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। পরে সেখানে গিয়ে গুলিবিদ্ধ দুটি লাশ পাওয়া যায়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি