ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ১৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পাবনার আতাইকুলার শিবপুর এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কোরবান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার দিবাগত রাত দুইটার দিকে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে  একটি রিভালবার, গুলি ও বেশ কিছু ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

নিহত কোরবান আতাইকুলা থানার যাত্রাপুর এলাকার কিয়ামুদ্দিনের ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ অন্যান্য মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গৌতম কুমার বিশ্বাস বলেন, সোমবার দিবাগত রাতে আতাইকুলা থানার শিবপুর-কৈজুরী সড়কের পাশে সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে মারা যান কোরবান।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি