ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে দুইজনকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ১৮ সেপ্টেম্বর ২০১৮

গাজীপুরের যোগীতলা এলাকায় হ্ফফাজুল কুরআন মাদ্রাসার পরিচালকের স্ত্রী ও একছাত্রকে কুপিয়ে খুন  করেছে দুর্বৃত্তরা। গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসন থানার ওসি মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফজর নামাজের সময় মাদ্রাসার সব ছাত্রদের নিয়ে পাশের মসজিদে নামাজ পড়তে যায় পরিচালক ইব্রাহিম খলিল। এ সময় কে বা কারা মাদ্রাসায় প্রবেশ করে পরিচালকের স্ত্রী মাহমুদা আক্তার (২৫) ও নুরানী ক্লাসের  এক ছাত্র মামুনকে (১০) কুপিয়ে খুন করে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ ঘটনাস্থলে এয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মাদ্রাসা পরিচালক জানান তার পূর্বের স্ত্রী এ খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

একে// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি