ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আশুলিয়ার তুরাগ নদী থেকে ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০১৮

রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় তুরাগ নদী থেকে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার বিকালে আশুলিয়া বাজার সংলগ্ন তুরাগ নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দু’টি দেখেন স্থানীয়রা। এরপর আশুলিয়া থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ নদী থেকে ভাসমান লাশগুলো উদ্ধার করেন।   

নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে খয়েরী রংয়ের কামিজ ও সাদা স্যালুয়ার পড়া দু’জনের মরদেহ নদীতে ভেসে ওঠে। তবে নিহতদের দেহে পরিহিত জামা দেখে শিক্ষার্থী মনে হলেও এতে কোন বিদ্যালয়ের মনোগ্রাম পাওয়া যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ারর্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।   

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক বলেন, প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা অথবা দুর্বৃত্তরা ধর্ষণের পর দুই শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যার পর নদীর পানিতে ফেলে দেওয়ার বিষয়টিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়না তদন্ত ও স্বজনদের পরিচয় পাওয়ার পর প্রকৃত রহস্য জানা যাবে বলে জানান থানা পুলিশ।

উল্লেখ্য, বর্ষার পানিতে তুরাগ নদীর বিভিন্ন পয়েন্টে ছোট ছোট কয়েক শতাধিক নৌকায় চড়ে বেড়াতে আসেন অনেক তরুণ-তরুণী। এসব নৌকা নির্জন কোন স্থানে নিয়ে দূরে চলে যায় মাঝি। এসব নৌকার ভেতরেই চলে প্রেমিক-প্রেমিকার কথোপকথনসহ বিভিন্ন অসামাজিক কাজ। আর এসব নৌকায় যারা চড়েন তাদের অধিকাংশই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উঠতি বয়সের তরুণ-তরুণী।    

কেআই/এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি