ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে অস্ত্রসহ কিলার জসীম গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ২২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৩৬, ২২ সেপ্টেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অস্ত্র ও গুলিসহ কাজী মোহাম্মদ জসীম ওরফে কিলার জসীমকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জসীম মধ্য সানারপাড়ের আব্দুর মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ জেলার বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, শনিবার সকালে সানারপাড় ফুট ওভারব্রীজ নিচে মনির হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে উদ্ধার করা কালো রঙের একটি দেশীয় ওয়ান শ্যূটার গান ও ১ রাউন্ড গুলি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি