ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে চার কোটি টাকার ইয়াবাসহ মডেল আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ২৩ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:২৯, ২৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চার কোটি টাকার ইয়াবাসহ কথিত এক মডেল ও তার দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব।

শনিবার রাতে উপজেলার শান্তিরহাট এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক কথিত মডেলের নাম সুমাইয়া আক্তার (১৯)। তার দুই সহযোগী হলেন- মো. শরীফ (৩২) ও অর্পণ দাস (৩০)।

র‌্যাব কর্মকর্তা মিমতানুর রহমান বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া শান্তিরহাট এলাকায় সড়কে একটি তল্লাশি চৌকি বসানো হয়। ওই সময় একটি প্রাইভেটকার নিয়ে চট্টগ্রামের দিকে আসছিলেন মডেল কন্যা সুমাইয়া ও তার দুই সহযোগী। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি করে তাদের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় র‌্যাবের জিজ্ঞাসাবাদে সুমাইয়া নিজেকে র‌্যাম্প মডেল বলে পরিচয় দেন। আর দুইজন তার সহযোগী বলে জানান। ফটোশ্যুটের নামে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচার করছিলেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন তারা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি