ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বগুড়ায় বেড়েছে যমুনায় পানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ২৩ সেপ্টেম্বর ২০১৮

বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা পয়েন্টে যমুনায় পানি বেড়েছে। এতে অন্তত সাড়ে ৯শ’ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এদিকে, গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি কমলেও দুর্ভোগ কমেনি ।

কয়েকদিনের বৃষ্টি আর উজানের ঢলে বেড়েছে পানি। সারিয়াকান্দির চরাঞ্চল চালুয়াবাড়ি, কাজলা, বোহাইল, হাটশেরপুর, কুতুবপুর ও সদর ইউনিয়নের ৫৬৫ হেক্টর জমির রোপা আমন, বীজতলা, মরিচ ও মাসকলাইসহ বিভিন্ন মৌসুমী ফসল তলিয়ে গেছে। আর সোনাতলা উপজেলার ৩৮৮ হেক্টর জমির ফসল তলিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫ হাজারের বেশি কৃষক।

পানিবন্দী দুই উপজেলার শতাধিক পরিবার। স্কুলে পানি ওঠায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদেরও। সংকট দেখা দিয়েছে গো-খাদ্যের।

পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

এদিকে, গাইবান্ধায় নদনদীর পানি কমলেও চরাঞ্চলের মানুষ এখনও ঘরে ফিরতে পারেনি। গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন উঁচু বাঁধে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি