মাগুরায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
প্রকাশিত : ২১:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০১৮
চলতি বছর মাগুরা জেলায় এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৩৭ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ছাত্রলীগ।
রোববার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এডভোকেট সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল ইসলাম, মো. রুস্তম আলী, এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ দেবব্রত কুন্ডু, প্রাক্তন অধ্যক্ষ হাবিবুল হাসান, মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমুখ।
বক্তারা ছাত্রলীগের গৌরবময় ঐতিহ্য এবং বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে সংবর্ধিত ছাত্র-ছাত্রীদের আগামী দিনে সুন্দর স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।
কেআই/এসি
আরও পড়ুন