ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

প্রতিপক্ষের ভয়ে কুষ্টিয়ার ১০টি পরিবার গ্রাম ছাড়া (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০১৮

প্রতিপক্ষের ভয়ে কুষ্টিয়ার দৌলতপুরে ১০টি পরিবার গ্রাম ছাড়া। গুঁড়িয়ে দেয়া হয়েছে তাদের বাড়ি-ঘর। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

এভাবে পড়ে আছে ভাঙা ঘর। বাসিন্দারা আশ্রয় নিয়েছেন অন্য গ্রামে। আত্মীয়-স্বজনদের বাড়িতে।

প্রতিবেশী ও ক্ষতিগ্রস্তরা জানায়, দৌলতপুরের বাহিরমাদি গ্রামের জমি নিয়ে দু’পক্ষের বিরোধ দীর্ঘদিনের। এর জের ধরে কয়েকটি পরিবারের ওপর একাধিকবার হামলা চালায় প্রতিপক্ষ। সর্বশেষ হামলা হয় গত বৃহস্পতিবার। হামলার মুখে এরইমধ্যে ১০টি পরিবার গ্রাম ছাড়া।পরে ওই পরিবারগুলোর বাড়িঘর গুঁড়িয়ে দেয় প্রতিপক্ষ।

হামলাকারীদের ভয়ে সন্ত্রস্ত স্থানীয় জনপ্রতিনিধিও। তারপরও অভিযোগ মানতে নারাজ হামলাকারীরা।

পুলিশের দাবি, পরিস্থিতি এখন স্বাভাবিক।

ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তাসহ অপরাধীদের শাস্তির জানিয়েছে এলাকাবাসী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি