ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেত্রী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০১৮

সুনামগঞ্জের ছাতকে সড়ক দূর্ঘটনায় সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি রত্না বেগম মারা গেছেন।

গতকাল রোববার রাত আনুমানিক ১১ টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক ব্রিজের পাশে দুর্ঘটনা ঘটে। সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক সাবিনা সুলতানা তার মৃত্যুর খবর নিশ্চিত করছেন।

তিনি বলেন, ছেলের মোটরসাইকেলযোগে ছাতক উপজেলার কৈতকের উদ্দেশে রওনা হন রত্না। সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া বাজারের নিকটবর্তী কৈতক ব্রিজের আগে পরনের ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে গেলে তিনি পেছন থেকে পড়ে যান।এতে গুরুতর আহত হন তিনি।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি