ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাভার থেকে অর্ধগলিত শিশুর লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৮, ২৬ সেপ্টেম্বর ২০১৮

ঢাকার অদূরে সাভারে নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজের তিন দিন পর বালুচাপা দেওয়া অবস্থায় ইয়াসিন (১০) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় সাভারের দেওগাঁ ব্রীজের পাশ থেকে বালিচাপা অবস্থায় লাশটি উদ্ধার করেন সাভার মডেল থানা পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, গত সোমবার বাবা-মায়ের সঙ্গে দেওগাঁ এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে ইয়াসিন। ওইদিন বিকেলেই বাড়ির অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় তাকে খুঁজে না পেয়ে বিষয়টি জানিয়ে সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা।

এ দিকে বুধবার সন্ধ্যায় দেওগাঁ ব্রিজের পাশে বালুর নীচে চাপা দেওয়া অবস্থায় শিশু ইয়াসিনের অর্ধগলিত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজায়েত হোসেন জানান, নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে শিশুটির মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি