ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলী নূর নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার ভোর ৪টার দিকে চিলারবাগ গ্রামের বালুর মাঠে ‘বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলি ভর্তি একটি শুটারগান উদ্ধার করেছে পুলিশ।

নিহত আলী নূর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ গ্রামের আক্কাছ আলীর ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে ২০টি মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোরশেদ বলেন, শনিবার রাতে আলী ও তার সহযোগী মাসুদকে ২০০টি ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে তাদের সঙ্গে নিয়ে মাদক কারবারীদের ধরতে চিলারবাগ এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলীর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় আলী।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি