ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

দোহারে বাল্যবিবাহ নিরোধ দিবস উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ৯ অক্টোবর ২০১৮

শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এই স্লোগানকে সামনে রেখে  ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের সহযোগিতায় এই মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র সভাপতিত্বে দিবসটি উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের  অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়ে  ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে দোহার বাজার ঘুরে পুণরায় পরিষদে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী কবির উদ্দিন শাহ্, সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরুজ বেপারী, প্যানেল চেয়ারম্যান শওকত বিশ্বাস, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আব্দুল আলীম বিশ্বাস প্রমুখ।

কেআই/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি