ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বন্ধ হয়ে যাচ্ছে রাজশাহীর শেষ সিনেমা হলটিও (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ১১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৪৫, ১১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী মহানগরীর একমাত্র ও সর্বশেষ সিনেমা হল ‘উপহার’ আগামীকাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসায় মন্দার কারণে এটি বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহটি রক্ষায় মাঠে নেমেছেন সিনেমাপ্রেমীরা।

উপহার সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ‘নাকাব’ সিনেমা। এটিই এ হলের সবশেষ ছবি। চলবে ১১ অক্টোবর পর্যন্ত। এরপর হলটি বন্ধ হয়ে যাবে চিরতরে। সিনেমা হল বন্ধের ঘোষণায় মর্মাহত দর্শকরা।

এক সময় রাজশাহী নগরীতে সিনেমা হল ছিল চারটি। আগেই বন্ধ হয়ে গেছে বর্ণালী, স্মৃতি, কল্পনা। এখন বন্ধ হতে যাওয়া উপহার হলটি রক্ষায় মাঠে নেমেছেন দর্শক ও চলচিচত্র নির্মাতারা।

মন্দা ব্যবসার কারণেই সিনেমা হলটি বন্ধ হচ্ছে- জানালেন ম্যানেজার। আর এ নিয়ে হতাশায় হলের কর্মচারিরা।

প্রতিটি জেলা শহরে হল সংরক্ষণে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগ প্রয়োজন বলে জানান বিশিষ্টজনেরা।

১৯৯১ সালের সরকারি হিসেব অনুযায়ী রাজশাহী জেলায় প্রেক্ষাগৃহ ছিল ৫৫টি। বর্তমানে উপহারসহ চালু মাত্র ছয়টি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি