ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

মাগুরার মহম্মদপুরে কোর্ট ভবনের বেহাল দশা(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ১৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:২৮, ১৪ অক্টোবর ২০১৮

জরাজীর্ণ কোর্ট ভবনে চলছে মাগুরার মহম্মদপুর উপজেলায় সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তর ও সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম। সামান্য বৃষ্টিতেই নষ্ট হয় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র। সংশ্লিষ্টদের ভোগান্তির পাশাপাশি যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

ভবনের ছাদের নিচে পলিথিন দেয়া। বৃষ্টি থেকে বাঁচতে এই ব্যবস্থা। এই দৃশ্য মাগুরার মহম্মদপুর উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা ও সাব-রেজিস্ট্রার অফিসের।

নিজস্ব ভবনের অভাবে ২০০৬ সাল থেকে জরাজীর্ণ কোর্ট ভবনে চলছে অফিস তিনটির কার্যক্রম। বর্তমানে ভবনের ছাদ চুঁইয়ে পানি পড়ে অফিস কক্ষে। নষ্ট হয় মূল্যবান কাগজপত্র। রয়েছে দুর্ঘটনার শঙ্কাও।

সমস্যা সমাধানে শিগগিরই উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবনে অফিস তিনটি স্থানান্তর করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ’ ব্যাপারে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি