ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দুই দশক ধরে বন্ধ আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্র(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ১৫ অক্টোবর ২০১৮

দুই দশক আগে নির্মিত হলেও নেত্রকোনার কলমাকান্দার আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্র কখনো ব্যবহার করতে পারেননি আদিবাসীরা। রাজনৈতিক জটিলতার কারনে ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি না পাওয়ায় আর সংস্কারের অভাবে এখন জীর্ণ রূপ নিয়েছে ভবনটি। ফলে ব্যাহত হচ্ছে এ অঞ্চলের আদিবাসীদের সংস্কৃতি চর্চা।

ভারতের মেঘালয় ঘেষা পাহাড়ী জনপদ নেত্রকোনার কলমাকান্দা। স্থানীয় বাঙ্গালী ছাড়াও এখানে বাস করে গাড়, হাজং, কোচ, বানাইসহ বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রায় ৩৫ হাজার মানুষ। যাদের আছে সম্মৃদ্ধশালী নিজস্ব সংস্কৃতি।

এই সংস্কৃতি টিকিয়ে রাখতে ১৯৯৭ সালে স্থানীয় চাঁনপুর এলাকায় তৎকালীন আওয়ামী লীগ সরকার ৪০ লাখ টাকা ব্যয়ে, নির্মাণ করে একটি সংস্কৃতি চর্চা কেন্দ্র। তবে রাষ্ট্র ক্ষমতা বদলে যাওয়ায় আদিবাসীদের কাছে আনুষ্টানিকভাবে তা আর দেয়া হয়নি। ফলে দীর্ঘ ২১ বছর ধরে অবহৃত পরে আছে ভবনটি।

ভবন সংস্কার ও যুগোপযোগী করে সংস্কৃতি চর্চার সুযোগ করে দেয়ার দাবী এ অঞ্চলের আদিবাসীদের।

এদিকে কেন্দ্রটি সংস্কারে উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সংস্কারের পাশাপাশি ব্যবহারের লিখিত অনুমতির দাবি আদিবাসী ও সংস্কৃতি মনা মানুষের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি