ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ১৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম (৩৫) ও রাজা মাতুব্বর (২০) নামে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার সকালে রাজৈর উপাজেলার বড়ব্রিজ নামক স্থানে এবং বৃহস্পতিবার রাতে মোল্লাকান্দি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত রাজা মাতুব্বর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের আবুল মাতুব্বরের ছেলে। আর এসআই কামরুল ইসলাম গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার নওহাটা গ্রামের মৃত লুৎফর রহমান মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পূজা দেখার জন্য মাদারীপুর সদর থেকে রাজা ও তার চাচাতো ভাই জিয়াউদ্দিনসহ তিনজন রাজৈর উপজেলার কদমবাড়ি যাচ্ছিলেন। পথে মোল্লাকান্দি নামক স্থানে পৌঁছালে সুগান্ধা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রাজা নিহত হন। মোটরসাইকেলের অপর দুই আরোহী আহত হন।

এদিকে শুক্রবার সকালে কালকিনি থানার এসআই কামরুল হাসান টেকেরহাট যাওয়ার পথে রাজৈর উপজেলার বড়ব্রিজ নামক স্থানে গোল্ডেন লাইন পরিবহনেরএকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি