ঢাকা, রবিবার   ১৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৃত্যু থেকে রক্ষা পেল ১৫ কেজি ওজনের অজগর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ২০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলো ১৫ কেজি ওজনের একটি অজগর। এলাকাবাসী জড়ো হয়ে সাপটিকে মারতে উদ্ধত হয়েছিল। কিন্তু সাপটিকে আঘাত করার আগমুহুর্তে ঘটনাটি জানতে পারে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সহযোগিতায় শেষ পর্যন্ত সাপটিকে উদ্ধার করা হয়।

জানা গেছে, শনিবার (২০ অক্টোবর) দুপুরে অজগর সাপটিকে উদ্ধার করে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসা হয়। এখন সাপটি স্বাভাবিক অবস্থায় আছে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ইছবপুর এলাকায় হঠাৎ একটি অজগর সাপ দেখতে পেয়ে লোকজন জড়ো হয় সাপটিকে মারার জন্য। পরে ঘটনাস্থল থেকে পশ্চিম ভাড়াউড়ার জনৈক হান্নান নামে একজন আমাকে খবর দিলে আমি গিয়ে প্রাপ্তবয়স্ক এ অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি।
প্রশান্ত দেবের বাড়িতে পাওয়া সাপটি ১২ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের বলেও জানান তিনি।

প্রয়োজনীয় খাবার দিয়ে কিছুদিন পর্যবেক্ষণে রেখে তারপর সাপটিকে পুনরায় বনে ফিরিয়ে দেওয়া হবে বলে জানান সজল দেব।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি