সেতু না থাকায় দুর্ভোগে রাজবাড়ীর ২৫ গ্রামের বাসিন্দা [ভিডিও]
প্রকাশিত : ১৫:৩৬, ২৩ অক্টোবর ২০১৮
রাজবাড়ীর কালুখালীর ২৫টি গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। সেটিও ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এসব মানুষ। এখন তাদের চলাচলের বাহন নৌকা।
এই জায়গায় একটি সেতু নির্মাণের জন্য স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি জানালেও কোন পদক্ষেপ নেয়া হয়নি।
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হিরু মোল্লার ঘাট। সদরের সঙ্গে চরাঞ্চলের ২৫টি গ্রামের যোগাযোগের একমাত্র অবলম্বন ১০০ মিটারের বাঁশের সাঁকো।
পশ্চিম হারুয়া, মাধবপুর, কামিয়া, হরিনবাড়ীয়া, কৃষ্ণনগর ও বাঘলপুরসহ বিভিন্ন এলাকার বিশ হাজার মানুষ এ সাঁকো দিয়ে প্রতিদিন যাতায়াত করেন।
সংস্কারের অভাবে সাঁকোটি মাঝ থেকে ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এখন তাদের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা।
স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কর্মস্থলগামী ও হাটবাজারের মানুষ, ঝুঁকি নিয়ে পারাপার হলেও, রাতের বেলায় জরুরী প্রয়োজন অথবা কেউ অসুস্থ হয়ে পড়লে বেড়ে যায় ভোগান্তি।
দীর্ঘদিন ধরে হিরু মোল্লার ঘাট এলাকায় একটি সেতুর দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা।
ইতোমধ্যে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে বিভিন্ন ধরনের সার্ভে করা হয়েছে।
চলাচল নির্বিঘ্ন করতে দ্রুত উদ্যোগ নেবে কর্তৃপক্ষ- এই প্রত্যাশা চরাঞ্চলবাসীর।
ভিডিও: https://youtu.be/NhBiT2F-6nU
আরও পড়ুন