ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বরগুনায় ভিজিএফ চাল বিতরণে অনিয়ম (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ২৫ অক্টোবর ২০১৮

জেলেদের মাঝে সরকারের বিশেষ বরাদ্দ ভিজিএফ চাল বিতরণে বরগুনায় অনিয়মের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত জেলেদের প্রতিজনকে ২০ কেজি চাল দেয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে ১৪ থেকে ১৬ কেজি। এক্ষেত্রে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা দায় চাপাচ্ছেন খাদ্য বিভাগের ওপর। তবে অনিয়মের বিষয়ে অবগত নয় জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ।

মা ইলিশ সংরক্ষণে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ক্ষতিগ্রস্ত জেলেদের কথা ভেবে এ ২২ দিনে বরগুনায় ৩৪ হাজার ২১১ জন জেলের জন্য বরাদ্দ দেয়া হয় ৬৮৪ দশমিক ২২০ মেট্রিক টন চাল। জনপ্রতি ২০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও ক্ষতিগ্রস্ত জেলেদের দাবি, জনপ্রতিনিধিরাই আত্মসাৎ করছেন তাদের প্রাপ্য।

সংশিষ্ট জনপ্রতিনিধিরা ওজনে কম দেয়ার বিষয়টি স্বীকার করলেও দায় চাপাচ্ছেন খাদ্য বিভাগের ওপর।

এ ব্যাপারে জানতে তালতলী উপজেলা খাদ্য গুদামে গেলে, একুশের ক্যামেরা দেখে কোন জবাব না দিয়ে তড়িঘড়ি করে গোডাউন থেকে সটকে পড়েন সংশিষ্ট কর্মকর্তা মো: নেছার উদ্দীন।

অনিয়মের বিষয়ে অবগত নন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। তবে প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে শিগিরই জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে জেলেরা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি