ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গা শহরে স্কুলছাত্রের লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ২৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল রোডের একটি বাসার পাশ থেকে সুবাস কুমার সাধু খাঁ (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল আটটায় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধারের পর লাশটি সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সুবাস কুমার সদর উপজেলার গিরিশ নগর বাজার পাড়ার গণেশ চন্দ্র সাধু খাঁর ছেলে এবং গিরিশ নগর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সুবাসের কাকাতো ভাই মহাদেব কুমার সাধু খাঁ জানান, বুধবার দিবাগত রাতে গ্রাম থেকে মোট আটজন আলমসাধু যোগে চুয়াডাঙ্গা শহরের পান্না সিনেমা হল চত্বরের মহানামযজ্ঞানুষ্ঠানে আসে। এরপর রাত আড়াইটার দিকে সুবাস নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে না পেয়ে বাকি সাতজন গ্রামে ফিরে যায়। এরপর লাশ উদ্ধারের খবর পেয়ে তারা আবারও চুয়াডাঙ্গায় আসে।

পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, ঘটনার মোটিভ জানতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি