ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ১৪:৫০, ২৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:১৮, ২৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রীপুর পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার হাফিজুর রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে শ্রীপুর উপজেলা শহরের দিকে যাওয়ার পথে এক দল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এ সময় ফারুকের দুই হাত দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে দুর্বৃত্তরা।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, দুর্বৃত্তরা ওমর ফারুককে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। তারপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি