ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে পিস্তল-চাকুসহ আটক ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ২৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুরে পূবাইল কলেজ গেট এলাকায় বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও চাকুসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটকরা হলো- ঢাকার টিএনটি কড়াইল বস্তি এলাকার মুসা এবং মোস্তাফিজুর রহমান।

পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পূবাইল কলেজ গেট রেলক্রসিং এলাকায় নিয়মিত চেক করার সময় এর গাড়ি থেকে মুসা এবং মোস্তাফিজুর পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করার সময় উসের কাছে থাকা পিস্তল থেকে এক রাউন্ড গুলি বের হয়ে মুসার অন্ডকোষ ও উরুতে  বিদ্ধ হয়। পরে মুসার কাছ থেকে তিন রাউন্ড গুলি ভরা একটি বিদেশি পিস্তল এবং মুস্তাফিজের কাছ থেকে অটো গিয়ার চাকু উদ্ধার করা হয়। আহত মুসাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা কিলার গ্রুপের সদস্য আশেপাশে কোথাও অপারেশন এসেছিল।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি