ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাদারীপুরে ট্রাকচাপায় মটরসাইকেলের দুই আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪, ২৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

মাদারীপুরে ট্রাকচাপায় কবির খান (৩৫) এবং হাবিব মোল্লা (৩০) নামে মটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় আড়িয়াল খাঁ নদের আচমত আলী খান সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত কবির খান শরীয়তপুরের আঙ্গারিয়া তুলাতলা গ্রামের বাসিন্দা এবং হাবিব মোল্লা ফরিদপুরের নগরকান্দার বাসিন্দা বলে জানা গেছে।

ওসি কামরুল হাসান জানান, শুক্রবার সন্ধ্যায় আড়িয়াল খাঁ নদের উপরে নির্মিত আচমত আলী খান সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা ট্রাক শরীতপুরগামী মটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি