ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ২৮ অক্টোবর ২০১৮ | আপডেট: ০৯:১৭, ২৮ অক্টোবর ২০১৮

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হাসান আলী (৩৫) ও মো. কামাল (২৮) নামে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা মাদক কারবারি বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার শাহপরীরদ্বীপ কাটাবুনিয়া ঝাউবাগান এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৬টি দেশীয় তৈরি এলজি, ২৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

ওসি প্রদীপ কুমার জানান, নিয়মিত টহল দেওয়ার সময় রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপ কাটাবুনিয়া ঝাউবাগান এলাকা দিয়ে আসার সময় গোলাগুলির শব্দ শুনতে পায় পুলিশ সদস্যরা। এ সময় পুলিশ ঘটনাস্থলের দিকে যেতেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। এতে সহকারী উপ পরিদশর্ক মিঠুন চন্দ্র ভৌমিক ও কনেস্টবলল ইব্রাহীম গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়।   

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি