ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

তরুণদের কর্মমূখী করতে কুড়িগ্রামে নতুন প্লাটফর্ম (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ২৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ১০:২৬, ২৯ অক্টোবর ২০১৮

বেকার তরুণদের কর্মমূখী করতে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে ‘স্বপ্নকুড়ি’ নামে একটি প্লাটফর্ম চালু হয়েছে। এখানে তরুণদের দেয়া হচ্ছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ। জেলার আর্থসামাজিক উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরি করতে স্বপ্নকুড়ি ভূমিকা রাখবে এমন আশা বিশিষ্টজনদের।

উত্তরের নদীময় সীমান্ত জেলা কুড়িগ্রামের জনবসতি প্রায় ২২ লাখ। প্রতিবছর বন্যায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকা এ জনপদে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে। জেলার শিক্ষিত যুবসমাজেরও একটা বড় অংশ কর্মহীন। তরুণদের কর্মমুখী করতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। যাত্রা শুরু করেছে স্বপ্নকুড়ি।

বেকার যুবক-যুবতিদের কর্মমুখি এবং বিকল্প উদ্ভাবনী ধারণা দেয়ার কাজ করছে প্লাটফর্মটি।

স্বপ্নকুড়িতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সিডিউল, মডিউল, বিভিন্ন মোটিভেশনাল সেশন, ডকুমেন্টরি প্রদর্শনী ও মুক্ত আলোচনা হয়। যার মাধ্যমে প্রান্তিক তরুণরা আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ হচ্ছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি