ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে প্রকাশ্য এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০০, ৩০ অক্টোবর ২০১৮ | আপডেট: ০৮:৪৯, ৩০ অক্টোবর ২০১৮

গাজীপুরের ছোট দেওড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে মোতালেব নামের একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ সময় মোতালেবকে বাঁচাতে গিয়ে তার বাবা মোফা আহত হয়েছেন। আহত মোফাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মোতালেব বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী পুকুর পাড়ে আসলে পূর্ব থেকে জড়ো হওয়া ৭-৮ জন সন্ত্রাসী মোতালেবের গতিরোধ করে।

এ সময় অতর্কিতভাবে তারা ধারালো অস্ত্র দিয়ে মোতালেবকে এলোপাথারি আঘাত করে। মোতালেবের চিৎকারে তার বাবা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে আহত করে।

এসময় ঘটনাস্থলে মোতালেব নিহত হন। আহত মুফাকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কেআই/ এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি