ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মাগুরায় নৌকার পক্ষে শিখরের গণসংযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ৩০ অক্টোবর ২০১৮

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়ে দীর্ঘদিন ধরে গণসংযোগ করছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। তার ধারাবাহিকতায় সোমবার গণসংযোগ করেছেন শহরের বিভিন্ন এলাকায়। এর আগে রোববার বিকালে মাগুরা সদর উপজেলার ধলহরা হাই স্কুল মাঠে এক নির্বাচনী জনসভা করেন।

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সি রেজাউল হক, প্রফেসর কামরুজ্জামান চাঁদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকি ইমাম, জেলা যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

গণসংযোগ করার সময় সাইফুজ্জামান শিখর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে গিয়ে লিফলেট বিতরণ করাসহ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে সাইফুজ্জামান শিখরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শিখর মাগুরা-১ আসনের প্রয়াত সাংসদ অ্যাডভোকেট আসাদুজ্জামানের সন্তান।


আ আ// এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি