চিটাগাং হিলটাউন রোটারী ক্লাবের অভিষেক অনুষ্ঠিত
প্রকাশিত : ১৮:৫৯, ৩১ অক্টোবর ২০১৮
রোটারী ক্লাব অব চিটাগাং হিলটাউনের ১৫তম অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত বাংলাদেশ গঠনে বাংলাদেশ সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর অবদান কোনো অংশে কম নয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের কাছে তারা সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এই বিরাট জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার মাধ্যমে বেকারত্ব দূর করায় রোটারী ক্লাবগুলো সচেষ্ট।
গত ২৬ অক্টোবর নগরীর মোটেল সৈকতের কনফারেন্স হলে ক্লাব সভাপতি রোটা. সরাফত উল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব ডিরেক্টরের ১৫ তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (চুয়েট)’র সাবেক উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ’র জেলা গভর্নর দিলনাশিঁ মোহসেন, এসিসট্যান্ট গভর্নর রোটা. পিপি মোজাহিদ বিন আলম। সংবর্ধিত ব্যাক্তিত্ব হিসাবে উপ¯িথত ছিলেন সহকারী বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ড. নিসার উদ্দীন আহমেদ মঞ্জু। মঞ্চে উপস্থিত ছিলেন ক্লাবের সদ্য অতীত সভাপতি রোটা. নোটন প্রসাদ ঘোষ, ক্লাব সচীব রোটা. গোলাম মওলা মামুন এবং অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান রোটা. মোহাম্মদ ইউসুফ। বক্তব্য দেন, রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৯১, পশ্চিমবঙ্গ সাবেক জেলা গভর্ণর রোটা. অংশুমান বন্দোপাধ্যায়, জেলা ৩২৮২ এর সাবেক জেলা গভর্ণর রোটা. মোহাম্মদ এ আউয়াল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. জাহাঙ্গীর আলম বলেন, উন্নয়ন কর্মযজ্ঞের আগে স্থায়ীত্ব নিয়ে চিন্তা করতে হবে। ভুমিকম্প, ঘূর্নিঝড়, বন্যা-জলোচ্ছ্বাাসের বিপরীতে আমাদের টেকসই উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে। উন্নয়ন কাজ যেন এসব প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ না হয় সেটা মাথায় রেখে করতে হবে। এখন করলাম, আর ক’দিন পরেই বন্যায় নষ্ট হয়ে গেলে একই কাজে বার বার বিনিয়োগ করতে হবে। এভাবে চলতে থাকলে সামনের দিকে এগোনো কষ্টকর হয়ে যাবে।
জেলা গভর্ণর দিলনাশিঁ মোহসেন বলেন, রোটারি ক্লাব অব চিটাগাং হিলটাউন অতীতের যে কোন সময়ের চেয়ে ভাল সময় অতিক্রম করছে। সমাজ বিনির্মানে তাদের কার্যক্রম চোখে পড়ার মত। নতুন কমিটির কর্মপরিকল্পনা বাস্তবায়নে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
সভায় খাগড়াছড়ির নয় মাইল নামক দূর্গম এলাকায় অবস্থিত সারদা অনাথ আশ্রমের অনাথদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য ক্লাবের পক্ষ থেকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।
বিগত বছরে ক্লাবের অগ্রযাত্রায় অবদানের জন্য রোটা. অতীত সভাপতি আসিফ ইকবাল আলী, মেম্বারশীপ উন্নয়নে অবদানের জন্য নির্বাচিত সভাপতি রোটা. দেবদুলাল ভৌমিক এবং রোটা. মোহাম্মদ আলমগীরকে ক্রেস্ট প্রদান করা হয়। ক্লাব এডভাইজার রোটা. পিপি আফতাব উদ্দীন সিদ্দিকী এবং ক্লাব অর্গানাইজার রোটা. পিপি এসএম হারুনুর রশীদকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও সবসময় পাশে থাকার জন্য রোটারী ক্লাব চিটাগাং সেন্ট্রালের প্রতিষ্ঠাতা সভাপতি রোটা. মীর নাজমুল আহসান রবিনকে সম্মাানিত করা হয়।
নতুন বোর্ড পরিচয় করিয়ে দেন ক্লাব সভাপতি। বিদায়ী বছরের সচিব প্রতিবেদন পেশ করেন রোটা. দিদারুল ইসলাম। বোর্ড অব থ্যাংকস প্রদান করেন রোটা. পিপি আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন জোনাল কো-অর্ডিনেটর রোটা. রিজোয়ান শাহিদী, ডেপুটি গভর্ণর রোটা. মোহাম্মদ শাহজাহান, অতীত জেলা সচিব এসএসকে আজিম পিন্টু, রেজাউল করিম, কুমিল্লা সানরাইজ রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটা. আবু আজমল পাঠান, চিটাগাং ইস্ট রোটারি ক্লাবের অতীত সভাপতি রোটা. প্রফেসর জাহাঙ্গীর, এসিসট্যান্ট গভর্ণর রোটা. হাসিনা আকতার লিপি, এসিসট্যান্ট গভর্ণর রেজাউর রহমান, এসিসট্যান্ট গভর্ণর আবু সুফিয়ান, আগ্রাবাদ রোটারি ক্লাবের অতীত সভাপতি উদয় শংকর দাশ, প্রদীপ কুমার দত্ত, জেলা ফেলোশীপ কমিটির চেয়ারম্যান রোটা. পিপি নুরুল আলম কিরণ, এসিসট্যান্ট গভর্ণর আকবর হোসেন, চিটাগাং খুলশী রোটারী ক্লাবের অতীত সভাপতি রোটা. পিপি মাহফুজুল হক।
ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতীত সভাপতি রোটা. এস এম মহিউদ্দীন আহমেদ, রোটা. শামসুল হুদা, রোটা. মুজিব উল্লাহ, রোটা. প্রণব কুমার দেব, ভোকেশনাল সার্ভিস ডিরেক্টর রোটা. রেজাউল করিম, সদস্য রোটা. শুক্লা ধর, রোটা. সন্তোষ ভৌমিক, রোটা. আলীউর রহমান, রোটা. প্রদীপ কুমার দাশ, রোটা. ডা. নাহিন প্রমুখ।
/ এআর /
আরও পড়ুন