ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাভারে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাভার প্রতিনিধি:

প্রকাশিত : ১৯:১২, ৬ নভেম্বর ২০১৮

রাজধানীর উপকন্ঠ সাভার ও আশুলিয়ার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় নিয়ে গেছেন পুলিশ।

মঙ্গলবার সকালে আশুলিয়ার নয়ারহাটে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ী চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়। ধারনা করা হচ্ছে রাতের যেকোন সময় রাস্তা পারাপারের সময় গাড়ী চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা রাস্তার পাশে রক্তাক্ত লাশটি দেখে পুলিশকে খবর দেন। আশুলিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখবর লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

অন্যদিকে সাভারের সালেহপুর ব্রিজের নিকট একই মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।
সাভার মডেল থানার এস আই অখিল জানান, আমিনবাজার থেকে সাভারে আসার সময় দ্রুতগামী ট্রাকটি পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এসময় মোটরসাইকেল আরোহী জুয়েল হোসেন ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেল আরোহী গুরুতর আহত অবস্থায় সাভারে বেসরকারী একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি