ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে পিকআপচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ৭ নভেম্বর ২০১৮

মেহেরপুরের গাংনী উপজেলায় পিকআপভ্যানচাপায় জুয়েল হোসেন (৩২) ও কালু মিয়া (৩৭) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালনগর তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জুয়েল হোসেন গাংনী উত্তরপাড়ার সেকেন্দার আলীর ছেলে এবং কালু মিয়া উপজেলার রুয়েরকান্দি গ্রামের আক্কাস আলীর ছেলে।

সূত্র জানায়, জুয়েল ব্যবসায়িক কাজ শেষ করে কালু মিয়াকে মোটরসাইকেলে তার বাড়ি রুয়েরকান্দি গ্রামে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় পথে গাংনীগামী একটি মুরগি বোঝাই পিকআপভ্যান ওই মোটরসাইকেলকে চাপা দিলে মোটসাইকেলটি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন দু’জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত বলে ঘোষণা করেন।

ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, পিকআপভ্যান আটক করা হয়েছে। তবে পিকআপটির চালক পালিয়ে গেছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি