ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাভারে গাড়ি চাপায় বাস চালক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ১১ নভেম্বর ২০১৮

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে অজ্ঞাত একটি গাড়ির চাঁপায় দীন ইসলাম নামের এক বাস চালক নিহত হয়েছেন। রোববার সকালে সাভার থানা রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দীন ইসলাম নোয়াখালীর সোনাইমুড়ি থানাধীন নাটেরশ্বর এলাকার আবু সাইয়্যেদের ছেলে বলে জানা গেছে। সে সাভার পরিবহনের একটি বাসের চালক ছিলেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সওগাতুল আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার সকালে রিক্সাযোগে দীন ইসলাম সাভার বাস স্ট্যান্ড থেকে থানা রোডের দিকে যাচ্ছিল। এসময় পিছন থেকে আসা দ্রুতগতির একটি বাস তাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘাতক চালককে আটক ও পরিবহনটি জব্দের চেষ্টা চলছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি