ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফেনীতে সড়ক দূর্ঘটনায় ২ যাত্রী নিহত

ফেনী প্রতিনিধি:

প্রকাশিত : ১৬:৪৫, ১১ নভেম্বর ২০১৮

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ছনুয়া এলাকায় সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। রোববার সকালে খাগড়াছড়ি মুখি হিলবার্ড নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দিন সকালে ফেনী থেকে হিলবার্ড নামের বাসটি যাত্রী বোঝাই করে খাগড়াছড়ির দিকে যাচ্ছিলো। এসময় মহাসড়কের লেমুয়া ব্রীজ অতিক্রম করলে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা লেগে রাস্তার উপরেই উল্টে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা এগিয়ে এসে হতাহত অবস্থায় অন্তত ১৫ জনকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মৃত ছানু মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান (৪৫) ও ফুলগাজী উপজেলার নুরুল হকের ছেলে নুরুল আমিন (২৭) কে মৃত ঘোষণা করে।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ উপপরিদর্শক মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দূর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে বলে জানান।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি