ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাল্য বিয়ে প্রতিরোধে পিছিয়ে কুষ্টিয়া (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ১৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ১০:৩৫, ১৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বাল্য বিয়ে প্রতিরোধে অনেকটাই পিছিয়ে কুষ্টিয়া জেলা। প্রশাসনের নজর এড়িয়ে প্রায় প্রতিদিনই কোন না কোন স্থানে হচ্ছে বাল্য বিয়ে। এ’বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলে জনসচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের।

কুষ্টিয়ায় স্কুলে পড়া অবস্থায়ই বিয়ে হয়ে যাচ্ছে অনেক শিক্ষার্থীর। ৬ উপজেলার মধ্যে ভেড়ামারা ও দৌলতপুর উপজেলায় ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে বলে জানিয়েছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। একের পর এক শিক্ষার্থীদের বাল্য বিয়ে হয়ে যাওয়ায় রীতিমত উদ্বিগ্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ নিয়ে সচেতনতা গড়তে র‌্যালি পর্যন্ত হয়েছে।

সামাজিক নিরাপত্তাহীনতা, অশিক্ষা, কুসংস্কার ও অসচেতনতাসহ নানা কারণেই জেলায় বাল্য বিয়ের ঘটনা বাড়ছে বলে মনে করেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

বাল্যবিয়ের সংখ্যা শূণ্যে নামিয়ে আনার পরিকল্পনার কথা জানালেন মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা।

বাল্য বিয়ে রোধে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান স্থানীয়দের।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি