ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চাঁদার দাবিতে বন্ধ করে দেয়া হয়েছে কক্সবাজারের প্যারাসেইলিং(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ১৪ নভেম্বর ২০১৮

চাঁদার দাবিতে বন্ধ করে দেয়া হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের অন্যতম বিনোদন প্যারাসেইলিং। পাঁচ বছর ধরে এই বিনোদন দিয়ে আসছিল ফানফেস্ট নামের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটির কাছে বনবিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ওঠেছে। এদিকে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

১২০ কিলোমিটার দৈর্ঘ্যের সমুদ্র সৈকত কক্সবাজার। যেখানে দেশের প্রথম প্যারাসেইলিং বিনোদন দিয়ে আসছিলো ফানফেস্ট নামের একটি প্রতিষ্ঠান।

সম্প্রতি বনবিভাগের এক বীট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠেছে প্যারাসেইলিং থেকে চাঁদা দাবির। শুধু তাই নয়, চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে সৈকতে গাছের চারা উপড়ে ফেলা, মালামাল লুট ও ভাংচুরের ঘটনাও ঘটেছে।

এসব কারনে এখন বন্ধ রয়েছে পর্যটকদের অন্যতম এই আকর্ষন। এতে হতাশ দর্শনার্থী আর সংশ্লিষ্টরা।

এসব বিষয় নিয়ে জানতে চাইলে কোনো সুদোত্তর দিতে পারেননি বনবিভাগের এই কর্মকর্তা।

এদিকে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

জটিলতা দুর করে আবারো কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং চালু করার উদ্যোগ নেবে কর্তৃপক্ষ-এমনটাই প্রত্যাশা সবার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি