ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সাহাব উদ্দিন সিকদার ফেনী বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত

ফেনী প্রতিনিধি:

প্রকাশিত : ১৯:৩৫, ১৪ নভেম্বর ২০১৮

ফেনী সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সাহাব উদ্দিন আহমেদ সিকদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এতে করে তিনি ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর হোসেনের স্থলাভিষিক্ত হলেন।

ইতোপূর্বে সাহাব উদ্দিন সিকদার ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।বর্তমানে তিনি ফেনী ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ফেনী সদর উপজেলা পরিষদ সংলগ্ন সুলতানপুর আমিনুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে রয়েছেন।

সাহাব উদ্দিন সিকদার ১৯৯৭ সালে প্রাথমিক শিক্ষা ও বিভিন্ন সমাজসেবা মূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী নির্বাচিত হন। এর আগে তিনি শামছুদ্দিন ভূঞা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির ১২ বছর যাবত সভাপতির দায়িত্বে ছিলেন। ফেনী সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হিসেবে তিনি সমবায়ীদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি