ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ১৫ নভেম্বর ২০১৮

সাভারে একটি বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে সাভারের বক্তারপুর দক্ষিণ কাঞ্চনপুর এলাকায় মুদি দোকানদার মাজহারুল ইসলামের দোতলা বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলো- মুদি দোকানদার মাজহারুল ইসলাম (৩৫), তার স্ত্রী সুমি আক্তার (৩০) বড় মেয়ে সুমাইয়া আক্তার (১২) ছোট মেয়ে সুরাইয়া আক্তার (৮)।

এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অপারেশন (ওটি) ইনচার্জ নাছির উদ্দিন বলেন, আগুনে পুড়ে যাওয়া চার জনেরই অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে মাজহারুল ইসলামের শরীরের ৩৫ ভাগ, সুমি আক্তারের ৩৫ ভাগ, বড় মেয়ে সুমাইয়ার ১৫ ভাগ এবং ছোট মেয়ে ছুরাইয়ার ২০ ভাগ পুড়ে গেছে। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি