ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার ভেড়ামারায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১, ১৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার ভেড়ামারায় দু’দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। তার নাম জানা যায়নি। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, তিন রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ৩টার দিকে ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওখালী মাঠে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম জানান, ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওখালী মাঠে দু’দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধ` শুরু হয়। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাত দল। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ এক ডাকাতকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি