ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নিজে অন্ধ হলেও প্রতিবন্ধীদের শিক্ষিত করতে কাজ(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ২০ নভেম্বর ২০১৮

নেত্রকোণার হাবিবুর রহমান নিজে অন্ধ হলেও দীর্ঘদিন থেকেই প্রতিবন্ধীদের শিক্ষিত করতে কাজ করে যাচ্ছেন। তার প্রতিষ্ঠিত স্কুলে এখন ৫২ জন অন্ধ ও শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু লেখাপড়া করছে। স্কুলটি জাতীয়করণের দাবি স্থানীয়দের।

প্রতিবন্ধী শিশুদের হাত ধরে এভাবেই স্কুলে নিয়ে যাচ্ছেন অভিভাবকরা। আনন্দ নিয়ে লেখাপড়া করছে তারা।

এসব শিশুদের স্বপ্ন দেখিয়েছেন নেত্রকোনার সাজিউড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী হাবিবুর রহমান। তিনি জানান, প্রতিবন্ধীদের প্রতি মায়া থেকেই তার এই উদ্যোগ। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আলো দিয়ে স্বাবলম্বী করাই তার চাওয়া।

১৯৯৭ সালে ১০ জন শিক্ষার্থী নিয়ে শুরু করা অটিজম ও দৃষ্টিপ্রতিবন্ধী স্কুলে এখন শিক্ষার্থী সংখ্যা ৫২ জন।  শারীরিক বা মানসিক এবং দৃষ্টি প্রতিবন্ধী শিশুরাই আসে তার স্কুলে।

সন্তানদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি হওয়ায় খুশী অভিভাবকরা।

সমাজসেবা বিভাগ ও বিভিন্ন ব্যক্তির আর্থিক সহায়তায় চলা স্কুলটি জাতীয়করণের দাবি স্থানীয়দের।

হাবিবুরের মতো অন্যরা মানব কল্যাণে এগিয়ে এলে সমাজ হবে আলোকিত; অনেক মানুষ পাবে বাঁচার প্রেরণা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি