ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাদারীপুরে পিকআপ খালে পড়ে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ২৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:৪৫, ২৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রাম নামক স্থানে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর রাতে এই ঘটনা ঘটে। পিকআপটিতে গাছের চারা ভর্তি ছিল।

নিহতরা হলেন-পিকআপচালক মোহাম্মদ আলী (৩৭) ও নার্সারী মালিক মোঃ খোকন। আহতরা হলেন-হেলপাড় হুদয় এবং আঃ মালেক।

রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে স্বরূপকাঠী থেকে গাছের চারা ভর্তি একটি পিকআপ মুন্সীগঞ্জ যাওয়ার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রাম নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় পিকআপটি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে রাস্তার পাশের খালের পানিতে পড়ে যায়। খবর পেয়ে খালিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ড্রাইভার মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে। মোহাম্মদ আলীর বাড়ী ফেনীর দাগনভূঁইয়া এলাকায়।

নিহত নার্সারী মালিক খোকনের লাশ এখনও পিকআপের নিচে রয়েছে বলে জানা গেছে। নিহত খোকন স্বরূপকাঠী জেলার নেসারাবাদ থানার জগন্নাথকাঠী গ্রামের আঃ হাকিমের ছেলে।

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি