ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

শরীয়তপুরে আগুনে পুড়ে ২ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ৩০ নভেম্বর ২০১৮

শরীয়তপুরের পালং উত্তর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। এ সময় ১৬টি দোকান পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মাদারীপুরের রাজৈর থানার কমলাপুর গ্রামের সুখচাঁদ বৈরাগির ছেলে পলাশ বৈরাগী (২৫) ও রবি সরকারের ছেলে বিশ্বজিৎ বাড়ই (২০)।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে পালং উত্তর বাজারের গোপাল ঘোষের মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে প্রায় ১৬টি দোকান পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা।

তারা জানায়, আগুনে মিষ্টি ব্যবসায়ী গোপাল ঘোষের দোকানের দুই কর্মচারী ভেতরে আটকে পড়ায় তাদের মৃত্যু হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুর রহমান বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি